আমুদরিয়া নিউজ ডেস্ক: দিল্লির হিন্দু কলেজের প্রাক্তনী এখন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পদে বসলেন। মঙ্গলবার তিনি দেশের ১৬ তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রেসিডেন্ট অনুঢ়া দিশানায়েকে তাঁকে মনোনীত করেছেন। নতুন প্রধানমন্ত্রীর নাম, হরিণী অমরাসুরিয়া। বয়স ৫৪ বছর। তিনি একজন শিক্ষাবিদ, লেখক, গবেষক, শ্রীলঙ্কার প্রথম মহিলা প্রধানমন্ত্রী। ন্যাশনাল পিপলস পাওয়ারের (এনপিপি) নেত্রী হরিণী হিন্দু কলেজ থেকে সোসিওলজিতে স্নাতক হন।
১২৫ বছরের দিল্লি ইউনিভার্সিটি কলেজের প্রাক্তনীরা নানা ক্ষেত্রে সফল হয়েছেন। কয়েকজন অভিনেতা, জাতীয় ক্রিকেটার, আমলা, রাজনৈতিক নেতা এবং ভারতের একজন প্রাক্তন প্রধান বিচারপতিও এই কলেজের প্রাক্তনী।
কিন্তু, এই প্রথম কোনও প্রাক্তনী কোনও দেশের রাষ্ট্রপ্রধান হলেন। হিন্দু কলেজের অধ্যক্ষ অঞ্জু শ্রীবাস্তব এই মুহূর্তটিকে “কলেজের ইতিহাসের এক গর্বিত মাইলফলক” বলে মন্তব্য করেছেন।