আমুদরিয়া নিউজ: ফের এক পড়ুয়ার রহস্যমৃত্যু হল আইআইটি খড়্গপুরে। শনিবার দুপুরে বিআর অম্বে়ডকর হল থেকে পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত ছাত্রের নাম হর্ষকুমার পাণ্ডে। বাড়ি ঝাড়খণ্ডে। জানা গিয়েছে, এদিন দুপুরে ওই পড়ুয়াকে রুম থেকে বেরতে না দেখে সহপাঠীরা তাঁর খোঁজ করেন। এরপরেই তাঁর ঝুলন্ত দেহ নজরে আসে। খবর পেয়ে দেহ উদ্ধার করে খড়্গপুর টাউন থানার হিজলি ফাঁড়ির পুলিশ। হর্ষ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়া ছিলেন। এই নিয়ে চলতি বছরে আইআইটি খড়্গপুরে ৬ পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হল।