আমুদরিয়া নিউজ: সেনা অভিযানে গাজায় মৃত্যু হয়েছে হামাসের মুখপাত্র তথা শীর্ষ কমান্ডার আবু ওবাইদার। গাজা শহরে এয়ারস্ট্রাইক চলাকালীন তার মৃত্যু হয়েছে বলে দাবি ইজরায়েলের। রবিবার রাতে গাজা শহরে বিমান থেকে বোমা হামলায় আবু ওবাইদা নিহত হয়েছেন বলে দাবি ইজরায়েলের। ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইজরায়েল কার্তজ সমাজ মাধ্যমে এই ঘোষণা করেছেন। যদিও হামাসের পক্ষ থেকে ওয়াইদার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়নি। হামাস ও ইজরায়েল সংঘাতে এখনও পর্যন্ত হামাসের বহু শীর্ষ নেতার মৃত্যু হয়েছে। যে কয়েকজন শীর্ষ নেতা জীবিত ছিল তাদের মধ্যে অন্যতম এই আবু ওবাইদা। ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের হামলায় অন্যতম ভূমিকা ছিল এই ওবাইদার।
