আমুদরিয়া নিউজ : গাজায় যুদ্ধ বন্ধের ব্যাপারে যাবতীয় প্রস্তাব মানলেও আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর কর্তৃত্ব হামসা মানতে পারবে না বলে জানিয়ে দিয়েছে। আমেরিকার প্রস্তাব মতো গাজায় যুদ্ধ বন্ধে ইজরায়েলও রাজি হয়েছে। প্রথম পর্বে সরাসরি যুদ্ধ বন্ধ হয়েছে। অভিযোগ, তবুও ইজরায়েল আক্রমণ চালিয়ে যাচ্ছে। এই অবস্থায় হামাসের শীর্ষ কর্তা বাসেম নাইম জানান, আমেরিকার খসড়া প্রস্তাবের কিছু অংশ আরও স্পষ্ট হওয়া দরকার। যুদ্ধবিরতির সময় অস্ত্র ব্যবহার হামাস বন্ধ রাখবে ঠিকই, কিন্তু কোনও আন্তর্জাতিক বাহিনীর অধীনে তারা থাকবে না।