আমুদরিয়া নিউজ : অবসর নিলেন ভারত সেরা জিমন্যাস্ট দীপা কর্মকার। সোমবার সোশাল মিডিয়ায় জিমন্যাস্ট থেকে অবসরের কথা জানান তিনি। ২০১৬ সালের রিও অলিম্পিক্সে চতুর্থ স্থানে শেষ করে অল্পের জন্য পদক হাতছাড়া হলেও বিপুল প্রশংসিত হন তিনি। প্রোদুনোভা ভল্টের দুনিয়ার নজর কাড়েন তিনি।
তিনি সোশাল মিডিয়ায় লিখেছেন, বহু চিন্তাভাবনার পর জিমন্যাস্টিক্সকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিলাম। এই সিদ্ধান্তে আসা আমার পক্ষে সহজ ছিল না। কিন্তু এটাই সঠিক সময়। তবে জিমন্যাসটিকের সঙ্গেই থাকব বলে জানান তিনি।