আমুদরিয়া নিউজ: ভারী বৃষ্টির জেরে ভয়াবহ অবস্থা পাকিস্তানের। সেখানকার ইরাবতী নদীর জলস্তর বেড়ে কর্তারপুর সাহিব কার্যত ভেসে গিয়েছে। সেখানে ৫ থেকে ৭ ফুট পর্যন্ত জলে ভরে গিয়েছে। জানা গিয়েছে, বৃষ্টির জেরে পাকিস্তানের সাগর বাঁধে অতিরিক্ত জল জমে যাওয়ায় বাধ্য হয়ে অতিরিক্ত জল ছেড়ে দেওয়া হয়। যার জেরেই ভেসে গিয়েছে কর্তারপুর সাহিব। পবিত্র এই গুরুদ্বারের লঙ্গর হল, পরিক্রমা, সরোবর ও সরাম একেবারে ডুবে গিয়েছে। নিচের তলা জলের নীচে চলে যাওয়ায় গুরু গ্রন্থ সাহেব নিয়ে যাওয়া হয়েছে দোতলায়। বন্যার জেরে ভারত-পাক সীমান্তে জিরো লাইন এলাকা জলের নীচে। ইরাবতী নদীর জল ধুসি বাঁধের উপর দিয়ে বইছে। যার জেরে আশেপাশের সমস্ত এলাকা প্লাবিত। বাঁধে ফাটল দেখা দিয়েছে। উল্লেখ্য, ভারত-পাক সীমান্ত থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে অবস্থিত কর্তারপুর গুরুদ্বার। শিখ ধর্মগুরু গুরু নানক তাঁর শেষ জীবন কাটিয়েছিলেন এখানেই।
