আমুদরিয়া নিউজ: তীব্র গরমে অতিষ্ঠ হয়ে দোকান থেকে আইসক্রিম কিনেছিলেন এক মহিলা। অর্ধেক আইসক্রিম খাওয়ার পর আঁতকে উঠলেন তিনি। ভিতরে উঁকি দিচ্ছে টিকিটিকির লেজ! গুজরাতের অহমদাবাদে ঘটনাটি ঘটেছে। মহিলা জানিয়েছেন, অহমদাবাদের মণিনগর এলাকার এক দোকান থেকে নিজের এবং ছেলেমেয়েদের জন্য জনপ্রিয় ব্র্যান্ডের চারটি আইসক্রিম কিনেছিলেন তিনি। খেতেও শুরু করে দিয়েছিলেন। প্রায় অর্ধেক আইসক্রিম খেয়ে ফেলার পর আচমকা দেখেন, আইসক্রিমের ভিতরে একটি টিকটিকির লেজের টুকরো! সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে পড়েন ওই যুবতী। তাঁর পেটে তীব্র ব্যথা এবং বমি শুরু হয়। দ্রুত তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর পরেই অহমদাবাদ পুরসভায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। অভিযোগের ভিত্তিতে দোকানটিকে বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। পাশাপাশি, ওই আইসক্রিম প্রস্তুতকারক সংস্থাকে ৫০,০০০ টাকা জরিমানাও করা হয়েছে। আইসক্রিমের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
