আমুদরিয়া নিউজ: বরোদা পুরসভার জমি বেআইনিভাবে দখল করে রেখেছেন তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। ওই জমি তাঁকে ফাঁকা করতে হবে। দরকার পড়ল পুরসভা বুলডোজার চালিয়ে ওই জমি খালি করাতে পারবে। শনিবার এমনই নির্দেশ দিল গুজরাট হাই কোর্ট। বরোদা পুরসভার অভিযোগ, ২০১২ সালে বরোদার তানাদালজা এলাকার একটি জমি কেনেন ইউসুফ পাঠান। তার লাগোয়া যে জমিটি, সেটিও কিনে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু জমিটি পুরসভার। বরোদা পুরসভার তরফে পাঠানের এই জমি কেনার প্রস্তাব খারিজ করে দেওয়া হয়। অভিযোগ, এর পরই জোরপূর্বক জমি দখল করেন ইউসুফ। পুরসভার ওই জমিতে পাঁচিলও তুলে দিয়েছেন তিনি। পুরসভার তরফেও জমি জবরদখলের জন্য ইউসুফ পাঠানকে নোটিস পাঠানো হয়ে। বারবার জমি খালি করতে বলা হয়। ইউসুফ পাল্টা হাইকোর্টের দ্বারস্থ হন। বিচারপতি মউনা এম ভট্টের আদালত স্পষ্ট জানিয়ে দেয়, অবৈধ দখল করেছেন সাংসদ। তাই তাঁকে জমি খালি করতে হবে।