আমুদরিয়া নিউজ: জঙ্গি সংগঠন আল কায়দার সঙ্গে যোগের অভিযোগে বেঙ্গালুরুর ৩০ বছরের সামা পারভিনকে গ্রেপ্তার করল গুজরাতের অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড (এটিএস)। জানা যাচ্ছে, ধৃত সামা আদতে ঝাড়খণ্ডের বাসিন্দা। গত ৩ বছর ধরে ভাইয়ের সঙ্গে বেঙ্গালুরুতে বাড়িভাড়া করে ছিলেন। গুজরাত এটিএস জানিয়েছে, যুবতীর মোবাইলে পাকিস্তানের বেশ কিছু পদস্থ আধিকারিকের নম্বর পাওয়া গিয়েছে। তাঁদের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ রাখতেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। তদন্তকারীদের দাবি, বেশ কয়েক জন ‘বড় মাপের মৌলবাদীর’ সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল সামার। সামার আগে আরও চার জনকে গ্রেফতার করেছে গুজরাত এটিএস। তাঁদের বিরুদ্ধেও আল কায়দা-যোগের অভিযোগ। এটিএসের দাবি, ধৃতেরা সকলে মিলে জঙ্গি সংগঠনের নেটওয়ার্ক বাড়ানোর কাজ করতেন।
