আমুদরিয়া নিউজ: কসবা ল কলেজের গণধর্ষণের ঘটনায় এবার পুলিশের জালে কলেজের নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে পুলিশ ওই নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করেছে। ধৃতের নাম পিনাকী বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, তাকে প্রথম আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। পরে অসঙ্গতি লক্ষ্য করায় তাকে গ্রেফতার করা হয়েছে। গত ২৫ জুন কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণ করা হয় প্রথম বর্ষের ছাত্রীকে। শুক্রবার পর্যন্ত গ্রেফতার করা হয়েছিল তিনজনকে। তার মধ্যে মূল অভিযুক্ত তৃণমূল নেতা তথা আইনজীবী মনোজিৎ মিশ্র। বাকি দুজন কলেজেরই বর্তমান পড়ুয়া জইব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়। নির্যাতিতা অভিযোগপত্রে জানিয়েছেন, ঘটনার সময়ে রক্ষী সেখানে উপস্থিত ছিলেন। এমনকি, রক্ষীর ঘরে (গার্ডরুমে) নিয়ে গিয়েই তাঁকে ধর্ষণ করা হয়েছিল বলে জানিয়েছেন ওই ছাত্রী। নির্যাতিতা গার্ডের কাছে সাহায্য চেয়েও পাননি। পুলিশি তদন্তে উঠে এসেছে ঘটনার সময় নির্যাতিতা, তিন অভিযুক্ত ছাড়াও আরও কয়েকজন কলেজে উপস্থিত ছিলেন। তাদের ভূমিকাও খতিয়ে দেখছে পুলিশ।
