আমুদরিয়া নিউজ: সম্প্রতি তাঁদের বিবাহবিচ্ছেদের গুঞ্জনে উত্তাল ছিল বলিউড। সেই জল্পনায় জল ঢেলে গোবিন্দা-পত্নী সুনীতা অহুজা জানিয়েছিলেন, স্বয়ং ভগবানেরও ক্ষমতা নেই তাঁদের আলাদা করার। গণপতি উৎসবের আবহে দূরত্ব মিটিয়ে একফ্রেমে ধরা দিয়েছিলেন তারকাদম্পতি। এবার করবা চৌথ উপলক্ষে স্ত্রীকে বহুমূল্য নেকলেস উপহার দিলেন গোবিন্দা। সেই বিরাট হারের ছবি নিজেই সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন সুনীতা। গোবিন্দ-পত্নী এই হার পেয়ে বেজায় খুশি। তাই সমাজমাধ্যমে গোবিন্দাকে ট্যাগ করে ক্যাপশনে লিখেছেন, ‘সোনা কিতনা সোনা হ্যায়…। আমার করবা চৌথের উপহার এসে গেছে।’ সুনীতার পোস্টে তাঁকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।