আমুদরিয়া নিউজ : তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রাজভবনের মধ্যে বিরোধ আবারও চরমে পৌঁছেছে। কল্যাণবাবু অভিযোগ করেছেন যে রাজভবনের ভিতরে নাকি বোমা ও বন্দুক মজুত আছে। এই মন্তব্যের পরই সোমবার সকালে রাজ্যপাল সিভি আনন্দ বোস বম্ব স্কোয়াড, সিআরপিএফ এবং কলকাতা পুলিশকে ডেকে পাঠান। তাঁদের যৌথভাবে রাজভবন তল্লাশি করার নির্দেশ দেওয়া হয়। ঘটনার শুরু হয় শনিবার চুঁচুড়ায় এক সভায়, যেখানে কল্যাণবাবু রাজ্যপালকে কড়া ভাষায় সমালোচনা করেন। তিনি বলেন, রাজ্যপাল নাকি দুষ্কৃতীদের আশ্রয় দিচ্ছেন ও তাদের অস্ত্র দিচ্ছেন। রাজ্যপাল যখন বলেছিলেন “ব্যালটে ভোট, বুলেটে নয়”, তখনও কল্যাণবাবু সেই মন্তব্যকে কটাক্ষ করেন। রাজ্যপাল বলেন, এটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে গুরুতর অপমানজনক আক্রমণ এবং তিনি এফআইআর করার নির্দেশ দিয়েছেন।