আমুদরিয়া নিউজ : মুম্বাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দরে ১৩ থেকে ১৫ মার্চ অবধি চারটি অভিযান চালিয়ে ৮.৪৭ কোটি টাকার ১০ কেজিরও বেশি সোনা উদ্ধার করেছে মুম্বাই কাস্টম পুলিশ। সোমবার সকালে তাঁরা উদ্ধারের বিষয়টি সকলকে জানায়। তিনজন বেসরকারি বিমানবন্দর কর্মী সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। আরও তদন্ত চলছে।
