আমুদরিয়া নিউজ: সোনার খনিতে ধ্স নেমে মৃত্যু হল অন্তত ১১ জনের। আহত হয়েছেন ৭ জন। রবিবার, এই ঘটনা ঘটেছে পূর্ব সুদানের হুইদে এলাকার কার্শ আল-ফিল খনিতে। জানা গিয়েছে, ওই খনির একাংশ ধসে পড়ে। তার জেরেই এই দুর্ঘটনা। আহতদের পাঠানো হয়েছে হাসপাতালে। দুর্ঘটনার পরেই সেখানে খনন কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শ্রমিকদের এখন ওই এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, সুদান একটি প্রধান সোনা উৎপাদনকারী দেশ। খনিধসের ঘটনা যেন সেখানে স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। গত কয়েক বছর ধরে একই ধরনের ঘটনা ঘটছে। ২০২৩ সালে এই রকম একটি ঘটনায় নিহত হন ১৪ জন খনি শ্রমিক। ২০২১ সালে আর একটি ধসে নিহত হন ৩৮ জন।
