আমুদরিয়া নিউজ : স্ত্রীর চেয়ে দামী কিছু হতে পারে না এবং তাঁর দিকে অনন্তকাল তাকিয়ে থাকা যায়, এমন মন্তব্য করলেন সঞ্জীব গোয়েঙ্কা। যিনি সিইএসসি, লখনউ সুপার জায়ান্টসের মালিক। হঠাৎ কেন তিনি বললেন এ কথা! কারণ, কদিন আগে লার্সেন অ্যান্ড টুব্রো সংস্থার চেয়ারম্যান এসএন সুব্রহ্মণ্যন বলেছিলেন, সব কর্মীদের সপ্তাহে অন্তত ৯০ ঘণ্টা কাজ করা উচিত। এবং তিনি বলেছিলেন, রবিবার বাড়িতে বসে না থেকে অফিসে গিয়ে কাজ করা উচিত। তাঁর বক্তব্য ছিল, ‘কতক্ষণ নিজের বউয়ের দিকে তাকিয়ে থাকবেন? তা নিয়ে তুমুল বিতর্ক হচ্ছে সোশাল মিডিয়ায়।
