আমুদরিয়া নিউজ : টোল প্লাজায় যানজট এড়াতে এবং টোল সংগ্রহকে কেন্দ্রীয় ভাবে নজরদারি করতে ফাস্ট ট্যাগ চালু করেছিলেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ (এনএইচএআই)। এবার তার বদলে আনা হতে চলেছে নতুন পদ্ধতি। যে সিসটেমের নাম গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম (জিএনএসএস)। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি সম্প্রতি নয়া টোল আদায়ের পদ্ধতি ঘোষণা করেছেন। বর্তমানে এটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।
 
			 
					 
		 
		 
		 
		