আমুদরিয়া নিউজ : দার্জিলিঙের ঐতিহ্যমণ্ডিত পানশালা গ্লেনারিস। ১৮৮৮ সাল থেকে চলছে গ্লেনারিস বেকারিস। বড়দিনের মুখে লাইসেন্স না থাকায় সেটি বন্ধ করে দিয়েছে আবগারি দফতর। অথচ গ্লেনারিজের কর্ণধার অজয় এডওয়ার্ড দাবি করেছেন, কাগজপত্র ঠিক থাকলেও সামান্য কারণে পানশালা বন্ধ করা হয়েছে। তিনি জানান, বড়দিনের সময়ে বার বন্ধ থাকায় অন্তত ১ কোটি টাকা ক্ষতি হবে। অজয় মনে করেন, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। অজয় একসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন ছিলেন। পরে দল গড়েছেন নিজেই। তাতেই দূরত্ব বেড়েছে।