আমুদরিয়া নিউজ: বাড়িতে ঢুকে মা-ভাইয়ের সামনেই দ্বাদশ শ্রেণির ছাত্রীকে গুলি করে খুন! সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরের মানিকপাড়া এলাকায়। মৃতার নাম ইশিতা মল্লিক। জানা গিয়েছে, এদিন দুপুরে আচমকাই এক যুবক ওই যুবতীর বাড়ির দোতলায় পৌঁছে যায় এবং এলোপাথাড়ি গুলি চালায় বলে অভিযোগ। ঘটনার সময় বাড়িতেই ছিলেন তরুণীর মা এবং ভাই। তরুণীর মা জানিয়েছেন, এদিন দুপুরে একটি শব্দ পেয়ে তিনি ঘরের দিকে ছুটে যান। দেখেন, এক তরুণ আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে ঘর থেকে ছুটে বেরিয়ে যাচ্ছেন। এর পরেই ঘরে গিয়ে মেয়ের রক্তাক্ত দেহ দেখতে পান তিনি। পুলিশ সূত্রে খবর, প্রেমঘটিত কারণে ঘটনাটি ঘটেছে। ঈশার সঙ্গে দেবরাজ সিংহ নামে এক যুবকের সম্পর্ক ছিল। সম্প্রতি তরুণী সেই সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে চাইছিলেন। সেই রাগে ঘরে ঢুকে তরুণীকে গুলি করে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশ। অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
