আমুদরিয়া নিউজ: নেপালের পর এবার জেন জি বিক্ষোভে পুড়ছে পূর্ব আফ্রিকার মাদাগাস্কার। হিংসাত্মক আন্দোলনের মধ্যেই সোমবার গোপনে দেশ ছাড়লেন দ্বীপরাষ্ট্রের প্রেসিডেন্ট অ্যান্ড্রে রাজোয়েলিনা। জেন জিকে সন্তুষ্ট করতে দিন দশেক আগে মাদাগাস্কারের প্রধানমন্ত্রী-সহ গোটা মন্ত্রিসভাকে বরখাস্ত করেছিলেন প্রেসিডেন্ট অ্যান্ড্রে। যদিও তাতে বিশেষ কাজ না হওয়ায় এবার দেশ ছাড়লেন তিনিও। প্রেসিডেন্টের দেশ ছাড়ার খবরটি নিশ্চিত করেছেন মাদাগাস্কারের বিরোধী নেতা সিতেনি র্যান্ড্রিয়ানা সোলোনিয়াইকোজানা। জানা যাচ্ছে, গত ২৫ সেপ্টেম্বর বিদ্যুৎ এবং পানীয় জলের সঙ্কটে ক্ষুব্ধ মাদাগাস্কারের রাজধানী আন্তানানারিভোর বাসিন্দাদের একাংশ পথে নেমেছিলেন। ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে দেশের অন্যত্র। আর সামনের সেই আন্দোলনের সামনের সারিতে চলে আসে জেন জি।
