আমুদরিয়া নিউজ: গাজার যুদ্ধ থামাতে ২০ দফা প্রস্তাব পেশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইজরায়েল তাতে রাজি হয়ে গেলেও হামাস নীরবই ছিল। কিন্তু শুক্রবার তাদের চরম সময়সীমা বেঁধে দেন মার্কিন প্রেসিডেন্ট। হুঁশিয়ারি দেন, রবিবার ৬টার মধ্যেই শান্তিচুক্তিতে স্বাক্ষর করতে হবে জঙ্গি গোষ্ঠীকে। না হলে নরক নেমে আসবে। অবশেষে হামাস জানিয়ে দিল তারাও শান্তি প্রস্তাবে রাজি। হামাস বিবৃতি জারি করেছে। তাতে গাজ়ায় শান্তির জন্য ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করা হয়েছে। সেই সঙ্গে বন্দিদের মুক্তি দিতেও রাজি হয়েছে হামাস। হামাসের এই ঘোষণার পর ইজরায়েলকে অবিলম্বে গাজ়ায় বোমা বর্ষণ বন্ধ করার নির্দেশ দেন ট্রাম্প। ২০২৩ সাল থেকে হামাসের বিরুদ্ধে যুদ্ধে রত ইজরায়েল। দু’বছরে এই যুদ্ধকে কেন্দ্র করে বহু মানুষের প্রাণহানি ঘটেছে।
