আমুদরিয়া নিউজ : অন্ধ্রপ্রদেশের কোণাসীমা জেলার একটি গ্রামে ওএনজিসি পরিচালিত তেলকূপে গ্যাস লিক থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা গেছে, তেলকূপে মেরামতির কাজ চলাকালীন হঠাৎ করে বিপুল পরিমাণ গ্যাস ও অপরিশোধিত তেল বেরিয়ে আসে। মুহূর্তের মধ্যেই আগুন ধরে যায় এবং চারপাশে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। এই ঘটনার জেরে গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সম্ভাব্য বড় দুর্ঘটনা এড়াতে প্রশাসনের তরফে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। আশেপাশের একাধিক গ্রাম থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং আগুন থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ওএনজিসি-র বিশেষ দল ও দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। প্রশাসন জানিয়েছে, এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর নেই। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।