আমুদরিয়া নিউজ : ফিলিপাইনে টাইফুন ফুং-ওং এর জেরে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। বহু এলাকায় বন্যা ও ধস দেখা দিয়েছে। সব এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। ওই টাইফুনের নাম উওয়ান। যা ফুং-ওং, নামে পরিচিত। সিভিল ডিফেন্স অফিসের তথ্য অনুসারে, রবিবার রাতে টাইফুন আঘাত হানার আগে প্রায় ১৪ লক্ষ মানুষকে সরিয়ে নেওয়া হয়। লুজনের প্রধান দ্বীপের দিনালুঙ্গানের উপকূলীয় পুর এলাকায় ঘণ্টায় ১৮৫ কিলোমিটার বেগে বাতাস বয়েছে। কোথাও তো ঘণ্টায় ২৩০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়েছে। ফলে বিস্তর ক্ষতি হয়েছে।