আমুদরিয়া নিউজ: ৮.৮ মাত্রার তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছে রাশিয়ার কামচাটকা উপদ্বীপ। ভূমিকম্পের পরই বিভিন্ন দেশে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই রাশিয়ার কুরিল দীপপুঞ্জ এবং জাপানের উত্তর হোক্কাইডোর বেশ কিছু এলাকায় আছড়ে পড়েছে সুনামি। আর কোন কোন দেশে সুনামির ঝুঁকি রয়েছে তাঁর তালিকা প্রকাশ করেছে আমেরিকা। সেখানে নাম রয়েছে রাশিয়া, ইকুয়েডর, উত্তর-পশ্চিম হাওয়াই দ্বীপপুঞ্জ, চিলি, পেরু, কোস্টারিকা, গুয়াম, হাওয়াইয়ের কিছু এলাকা, জাপান, জার্ভিস দ্বীপ, জনস্টন অ্যাটল, মিডওয়ে দ্বীপ, সলোমান দ্বীপপুঞ্জ, সামোয়া, ফরাসি পলিনেশিয়া, আন্টার্কটিকা, অস্ট্রেলিয়া, কলম্বিয়া, ফিজি, ইন্দোনেশিয়া, মেক্সিকো, নিউ জ়িল্যান্ড, পালাউ, পানামা, পাপুয়া-নিউ গিনি, ফিলিপাইন্স, তাইওয়ান, পিটকেয়ার্ন দীপপুঞ্জ, ওয়েক আইল্যান্ড, টোঙ্গা, টোকেলাউ, ইরাপ, ব্রুনেই, চিন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম।
