আমুদরিয়া নিউজ: প্যালেস্টাইনকে স্বতন্ত্র রাষ্ট্রের স্বীকৃতি দিতে চলেছে ফ্রান্স! বৃহস্পতিবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে এই ঘোষণা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। যদিও ফ্রান্সের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে আমেরিকা ও ইজরায়েল। বৃহস্পতিবার প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ এক্স হ্যান্ডেলে জানান, গাজার যুদ্ধ অবিলম্বে বন্ধ করা দরকার। আমজনতাকে বাঁচানো দরকার। তাই আগামী সেপ্টেম্বর মাসে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় গাজাকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা করবেন ম্যাক্রোঁ। প্রসঙ্গত, রাষ্ট্রসংঘের সর্বোচ্চ নীতি নির্ধারক গোষ্ঠী নিরাপত্তা পরিষদের সদস্যরাষ্ট্র হিসাবে ফ্রান্সই প্রথম প্যালেস্টাইনকে স্বাধীন এবং স্বতন্ত্র রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার কথা জানাল। এদিকে ফ্রান্সের এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পরেই তীব্র বিরোধিতা করেছে ইজরায়েল এবং আমেরিকা। মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও বলেন, হামাসের হয়ে কথা বলছে ফ্রান্স। তাদের পদক্ষেপ শান্তিস্থাপনের পক্ষে ক্ষতিকারক। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কথায়, “প্যালেস্তাইনের লক্ষ্য কখনও ইজরায়েলের পাশে একটি রাষ্ট্র গঠন নয়, বরং ইজরায়েলের জায়গায় তাদের রাষ্ট্র প্রতিষ্ঠা করা।”ইজ়রায়েলের দাবি, ম্যাক্রোঁর সিদ্ধান্ত হামাসকে সন্ত্রাসবাদে উদ্বুদ্ধ করবে।
