আমুদরিয়া নিউজ: কানাডা ব্রিটেন অস্ট্রেলিয়ার পর এবার ফ্রান্সের তরফেও রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া হল প্যালেস্টাইনকে। সোমবার রাষ্ট্রসংঘে বক্তব্য রাখার সময় ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, “আমার দেশ মধ্যপ্রাচ্যের প্রতি, ইজরায়েল ও প্যালেস্টাইনবাসীর মধ্যে শান্তির জন্য অঙ্গিকারবদ্ধ। সেই অনুযায়ী, আমি ঘোষণা করছি ফ্রান্স প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে।” ফ্রান্সের পাশাপাশি প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে বেলজিয়াম, লুক্সেনবার্গ, মালটা, আন্দোরা ও সান মারিনো। এখনও পর্যন্ত গাজায় ইজরায়েলি হামলায় মৃত্যু হয়েছে ৬৪ হাজার মানুষের। এছাড়াও লক্ষ লক্ষ মানুষে গৃহহীন, দুর্ভিক্ষে মারা যাচ্ছেন অনেকে। এই অবস্থার মধ্যেও বিশ্বের একাধিক দেশ প্যালেস্টাইকে সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে।
