আমুদরিয়া নিউজ: দিঘা যাওয়ার পথে স্করপিও ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল চারজনের। শনিবার সকালে পশ্চিম মেদিনীপুরের বেলদার ঘটনা। আসানসোল থেকে খড়গপুর হয়ে দিঘার জগন্নাথ মন্দিরের উদ্দেশে রওনা হয়েছিল স্করপিও গাড়িটি। গাড়িতে চালক-সহ মোট চারজন ছিলেন। খড়্গপুর-বালেশ্বর ১৬ নম্বর জাতীয় সড়কে, বেলদা থানা এলাকার রানিসরাই এলাকায় গাড়িটির সঙ্গে উল্টো দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়িতে থাকা চার জনের। দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যায় স্করপিও গাড়িটির সামনের অংশ। শেষে গ্যাস কাটার দিয়ে গাড়ি কেটে দেহ উদ্ধার করা হয়। এই দুর্ঘটনার কারণে জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। দুর্ঘটনাগ্রস্ত লরি এবং স্করপিওটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ।
