আমুদরিয়া নিউজ : নভেম্বরেই রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। যার পাঁচটিতেই তৃণমূল কংগ্রেস এবং একটিতে বিজেপি জিতেছিল। ওই সব বিধানসভার বিধায়করা লোকসভা ভোটে জিতে সাংসদ হয়েছেন। তাই বিধানসভা উপনির্বাচন হচ্ছে।
মঙ্গলবার বামেদের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। তাতে একটি আসন দেওয়া হয়েছে সিপিআই (এমএল) লিবারেশনকে। হাড়োয়া কেন্দ্রটির প্রার্থীর নাম বামেদের তালিকায় ছিল না। তাতেই স্পষ্ট হয়ে যায় উপনির্বাচনে জোট হচ্ছে না। বামেদের প্রার্থী তালিকা অনুযায়ী সিতাইয়ে ফরওয়ার্ড ব্লকের অরুণ কুমার বর্মা, মাদারিহাটে আরএসপির পদম ওরাওঁ, নৈহাটিতে সিপিআই (এমএল) লিবারেশনের দেবজ্যোতি মজুমদার, মেদিনীপুরে সিপিআইএমের মণি কুন্তল খামরুই ও তালড্যাংরায় সিপিআইএমের দেবকান্তি মহান্তিকে প্রার্থী করা হয়েছে। কংগ্রেসের টিকিটে উপনির্বাচনে সিতাইয়ে লড়বেন হরিহর রায় সিংহ। মাদারিহাটে বিকাশ চম্প্রমারি, নৈহাটিতে পরেশনাথ সরকার, হাড়োয়ায় হাবিব রেজা চৌধুরী, মেদিনীপুরে শ্যামল কুমার ঘোষ ও তালড্যাংরায় তুষারকান্তি সান্নিগ্রাহীকে প্রার্থী করল কংগ্রেস।
 
					 
			 
		 
		 
		 
		