আমুদরিয়া নিউজ: পহেলগাঁও হত্যাকাণ্ডের জেরে ভারত-পাকিস্তান দ্বন্দ্বের আবহে এ বার জেল থেকেই ভারতকে হুঁশিয়ারি দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ‘পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ’ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান।ইমরান বুধবার তাঁর এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘‘ভারতের যে কোনও প্ররোচনামূলক পদক্ষেপের সমুচিত জবাব দেওয়ার ক্ষমতা পাকিস্তানের রয়েছে।’’ পাশাপাশি পহেলগাঁওয়ের ঘটনা মর্মান্তিক বলে বর্ণনা করেছেন ইমরান। সমবেদনা জানান নিহতদের পরিবারের প্রতি। এও বলেন ‘পুলওয়ামার ঘটনার পরেও ভারত আমাদের দিকে আঙুল তুলেছিল। কিন্তু কোনও প্রমাণ দিতে পারেনি। পহেলগাঁওয়ের ঘটনার পরও মোদি ঠিক একই কাজ করছেন। ভারতের দায়িত্বশীল হওয়া প্রয়োজন।’
