আমুদরিয়া নিউজ: প্রয়াত হলেন জম্মু ও কাশ্মীরের শেষ রাজ্যপাল সত্যপাল মালিক। বয়স হয়েছিল ৭৯। দীর্ঘদিন ধরেই ভুগছিলেন কিডনির অসুখে। গত ১১ মে থেকে নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মঙ্গলবার দুপুর ১টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উল্লেখ্য, ২৩ আগস্ট ২০১৮ থেকে ৩০ অক্টোবর ২০১৯ পর্যন্ত জম্মু-কাশ্মীরের রাজ্যপাল ছিলেন সত্যপাল। সত্যপাল মালিকের আমলেই ২০১৯ সালের ৫ আগস্ট ৩৭০ ধারা বাতিল করা হয় এবং জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদার বিলুপ্তি ঘটে। তা দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত হয়- জম্মু ও কাশ্মীর এবং লাদাখ। ওই সময়েই পুলওয়ামা জঙ্গি হামলায় শহিদ হন ৪০ জন সিআরপিএফ জওয়ান। এরপর গোয়া ও মেঘালয়ের রাজ্যপালের দায়িত্বও সামলান মালিক। উত্তরপ্রদেশের বাঘপতের বাসিন্দা সত্যপাল মালিক ছিলেন জাঠ সম্প্রদায়ের নেতা। ১৯৭৪ সালে চৌধুরী চরণ সিংহের ভারতীয় ক্রান্তি দলের টিকিটে বিধায়ক নির্বাচিত হন। রাজ্যসভার সাংসদ হিসেবেও তিনি কাজ করেছেন। পরে জনতা দলের হয়ে লোকসভায় প্রতিনিধিত্ব করেন আলিগড় কেন্দ্র থেকে। রাজনৈতিক কেরিয়ারে একাধিকবার দলবদল করেছেন। ছিলেন কংগ্রেসে, লোক দলে ও সমাজবাদী পার্টিতেও।
