আমুদরিয়া নিউজ : পাকিস্তানের আইএসআই ফের শিরোনামে! কারণ, এবার সে দেশের প্রাক্তন আইএসআই প্রধানকে রাজনীতিতে মাথা গলানো সহ একাধিক অভিযোগে ১৪ বছরের জেলে পাঠানোর নির্দেশ দিয়েছে সামরিক আদালত। সাজাপ্রাপ্তের নাম ফয়েজ হামিদ। তিনি ইমরান খানের শাসনকালে আইএসআই প্রধান ছিলেন। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের দায়িত্বে ছিলেন। ইমরানের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই তাঁকে শাস্তি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন অনেকে। ইমরানও এখন জেলে বন্দি।