আমুদরিয়া নিউজ: লিবিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে অবৈধভাবে অর্থ নেওয়ার মামলায় ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে পাঁচ বছরের কারাদণ্ড দিল প্যারিসের একটি আদালত। ৭০ বছর বয়সি সারকোজি ২০০৭ থেকে ২০১২ পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন। অভিযোগ মুয়াম্মার গাদ্দাফি লিবিয়ায় প্রেসিডেন্ট থাকাকালে সারকোজি তাঁর কাছ থেকে লাখ লাখ ইউরো ঘুষ নিয়েছিলেন নানা সুবিধা পাইয়ে দেওয়ার বিনিময়ে, তার মধ্যে অন্যতম ছিল পশ্চিমা বিশ্বের কাছে গাদ্দাফির ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা। সারকোজি ক্ষমতাচ্যুত হওয়ার পর তাঁর বিরুদ্ধে মামলা শুরু হয় ২০১৩ সালে। আদালতের নির্দেশ ফ্রান্সের গোয়েন্দা বিভাগ তদন্ত চালাচ্ছিল। বিচারক জানান, রায় কার্যকর হলে আপিল করলেও সারকোজিকে জেলে যেতে হবে। এ ছাড়া তাকে এক লাখ ইউরো জরিমানাও করা হয়েছে।
