আমুদরিয়া নিউজ: অবশেষে পদত্যাগের আট মাস পর প্রধান বিচারপতির বাসভবন ছাড়লেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। প্রায় আট মাস ধরে পদে না থেকেও ওই বাংলোতে বসবাস করছিলেন তিনি। সুপ্রিম কোর্ট বিষয়টি নিয়ে কেন্দ্রের কাছে লিখিত অভিযোগ জানানোর এক মাস পর বাংলোটি খালি করলেন দেশের ৫০তম প্রধান বিচারপতি। ২০২২ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত দেশের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন চন্দ্রচূড়। তারপরও তিনি কৃষ্ণ মেনন মার্গের বাংলো ছাড়েননি বলে হইচই পড়ে যায়। প্রাক্তন বিচারপতি অবশ্য জানান, তাঁর নতুন বাংলো, তুঘলক রোডের ১৪ নম্বর বাড়িতে সংস্কারের কাজ চলায় তিনি সময় চেয়েছিলেন। সব বিতর্কের অবসান ঘটিয়ে অবশেষে কৃষ্ণ মেনন মার্গের বাংলো খালি করলেন ডি ওয়াই চন্দ্রচূড়।
