আমুদরিয়া নিউজ: বাংলাদেশ প্রাক্তন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে আটক করল ঢাকা পুলিশ। বৃহস্পতিবার সকালে ঢাকার ধানমন্ডির একটি বাড়ি থেকে তাঁকে পাকড়াও করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মোট তিনটি মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে জালজালিয়াতি করে রায় দেওয়ার অভিযোগ। এ ছাড়া রাষ্ট্রদ্রোহের মামলাও রয়েছে তাঁর বিরুদ্ধে। কেন তাঁকে গ্রেফতার করা হচ্ছে না, তা নিয়ে বার বার প্রশ্ন তুলছিল খালেদা জিয়ার দল বিএনপি। ২০১০ সালে দেশের উনিশতম প্রধান বিচারপতি হন তিনি। ক্ষমতায় তখন শেখ হাসিনার সরকার। পরের বছর তিনি অবসর নেন। মাত্র কয়েকমাস শীর্ষ আদালতের প্রধান বিচারপতি থাকাকালে তিনি বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন। ফতোয়া অবৈধ ঘোষণার রায়ও তিনিই দিয়েছিলেন। হাই কোর্টে থাকাকালীন শেখ মুজিবর রহমান হত্যা মামলার রায়ও দেন তিনি। জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক নন বলেও রায় দিয়েছিলেন তিনি। শেখ হাসিনার জমানায় বিভিন্ন ভাবে তিনি সুযোগসুবিধা পেয়েছেন বলে দাবি করা হয়। হাসিনার পতনের পরে অন্তরালেই ছিলেন তিনি।
