আমুদরিয়া নিউজ: তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন বিজেপি সাংসদ জন বার্লা। বৃহস্পতিবার কলকাতার তৃণমূল ভবনে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন তিনি। ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, মন্ত্রী অরূপ বিশ্বাস। এদিন সুব্রত বক্সী বলেন, জন বার্লা তৃণমূলে যোগ দেওয়ায়, চা বাগানে সংগঠন শিক্তিশালী হবে। গত লোকসভা নির্বাচনে বিজেপি টিকিট দেয়নি বার্লাকে। এরপরই দলের সঙ্গে দূরত্ব বাড়ান প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী। বেশ কিছুদিন রাজনীতিতে সক্রিয়ভাবে দেখা যায়নি তাঁকে। সম্প্রতি প্রাক্তন সাংসদ নিজেই বলেছিলেন, মুখ্যমন্ত্রী সুযোগ দিলে তিনি একসঙ্গে কাজ করতে চান। এরপর গত জানুয়ারিতে কালচিনিতে মুখ্যমন্ত্রীর সভামঞ্চে দেখা যায় তাঁকে। তখন থেকেই নজর ছিল, কবে ঘাসফুল শিবিরের পতাকা হাতে তুলে নেবেন। বৃহস্পতিবার কলকাতায় আনুষ্ঠানিক ভাবে যোগ দিলেন তৃণমূলে।
