আমুদরিয়া নিউজ: হাসিনা সরকারের আমলে তিনি ছিলেন দেশের সর্বোচ্চ পদাধিকারী। তিনিই কিনা লুঙ্গি-গেঞ্জি পরে ছদ্মবেশে দেশত্যাগ করলেন। বুধবার রাতে দেশ ছেড়েছেন হাসিনা আমলের রাষ্ট্রপতি আবদুল হামিদ। মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের আমলে ব্যাপক চাপে ছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে শুরু হয় একাধিক মামলা। সূত্রের খবর, বুধবার মাঝরাতে লুঙ্গি, গেঞ্জি ও মুখে মাস্ক পরে শাহজালাল বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে হাজির হন হামিদ। তাঁর সঙ্গে ছিল ইমিগ্রেশনে কূটনৈতিক সুবিধার বিশেষ লাল পাসপোর্ট। গোপনীয়তার সঙ্গেই তাঁকে বিমানবন্দরের ভেতরে ঢোকানো হয়। নিরাপত্তা তল্লাশি হয়নি বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতির। এর ফলেই দ্রুত নির্দিষ্ট বিমানে উঠে পড়েন তিনি।
মনে করা হচ্ছে, থাইল্যান্ড উড়ে গিয়েছেন হামিদ। ২০২০ সালের ২১ জানুয়ারি আবদুল হামিদের নামে ১০ বছর মেয়াদি কূটনৈতিক পাসপোর্ট ইস্যু করা হয়। ২০৩০ সালের পয়লা জানুয়ারি পর্যন্ত এর মেয়াদ রয়েছে। শেখ হাসিনা-সহ তার সরকারের মন্ত্রী-এমপিদের লাল পাসপোর্ট ইতিমধ্যে বাতিল হলেও আবদুল হামিদের পাসপোর্ট বাতিল হয়নি। আবদুল হামিদের দেশত্যাগে কারা জড়িত সেই বিষয়ে তদন্ত করার লক্ষ্যে ইতিমধ্যেই সরকার একটি কমিটি গঠন করেছে।