আমুদরিয়া নিউজ : সারাদিন ম্যাঁও-ম্যাঁও ডাক। দুর্গন্ধে অন্য ফ্ল্যাটের মানুষ টিকতে পারেন না। ব্যাপার বুঝতে পুলিশে খবর দেন আশেপাশে বসবাসকারী মানুষ। পুলিশ এসে তাজ্জব বনে যায়। ফ্ল্যাটে দেখা যায় ৩০০ বেড়াল। মহারাষ্ট্রের পুনের ঘটনা। আসলে ফ্ল্যাটের মালিক বেড়ালপ্রেমী। তিনি রাস্তা থেকে যখন পারেন বেড়াল এসে মজুত করেন ঘরে। এভাবে জমতে জমতে ৩০০টিতে এসে পৌঁছেছে বেড়ালের সংখ্যা।