আমুদরিয়া নিউজ: ভারতে খুলল টেসলার প্রথম শোরুম। মঙ্গলবার মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে প্রথম ভারতীয় শোরুম উদ্বোধন করল টেসলা। উদ্বোধনে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস। তিনি বলেন, ‘‘টেসলা বিপণি খোলার জন্য সঠিক শহর এবং রাজ্য বেছে নিয়েছে। আমরা আশা করি টেসলা ভারতে গাড়ি উৎপাদনকেন্দ্র এবং গবেষণা ও উন্নয়ন সংক্রান্ত ইউনিট খোলারও পরিকল্পনা করবে।’’ভারতের বাজারে তাদের গাড়ি কত দামে বিক্রি হবে তা-ও প্রকাশ্যে এনেছে ইলন মাস্কের সংস্থা। টেসলা জানিয়েছে, ওয়াই মডেলের বৈদ্যুতিক গাড়ি ভারতীয় বাজারে আনছে তাদের সংস্থা। ওয়াই মডেলের রিয়ার-হুইল ড্রাইভ সংস্করণটি ৫৯.৮৯ লক্ষ টাকা (অন-রোড)-য় বিক্রি করবে তারা। অন্য দিকে, ওয়াই মডেলের লং রেঞ্জ গাড়িটির মূল্য হবে ৬৭.৮৯ লক্ষ টাকা (অন-রোড)।
