আমুদরিয়া নিউজ: প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হল আজ। চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। এই প্রথমবার পড়ুয়ারা ওএমআর শিটে পরীক্ষা দিল, যা স্কুল স্তরের কোনও পরীক্ষায় আগে কখনও হয়নি। বাংলা, ইংরেজি, হিন্দি এবং অলচিকি ভাষায় প্রশ্নপত্র তৈরি হয়েছে। এবার ৬ লক্ষ ৬০ হাজার ছাত্রছাত্রী উচ্চমাধ্যমিক দিচ্ছে। গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫ লক্ষ ৯ হাজার। গত বছর পর্যন্ত বছরে একবারই উচ্চমাধ্যমিক পরীক্ষা হত। তবে জাতীয় শিক্ষানীতি ও রাজ্যের শিক্ষা নীতি অনুযায়ী, এ বছর থেকে সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে।
