আমুদরিয়া নিউজ : মায়ানমারে রবিবার (২৮ ডিসেম্বর) সেনা শাসিত সরকারের অধীনে প্রথম সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর এটিই দেশটির প্রথম নির্বাচন। প্রথম ধাপে তুলনামূলকভাবে নিরাপদ বলে বিবেচিত ১০২টি শহর ও উপজেলায় ভোট হচ্ছে। নিরাপত্তাজনিত কারণে অন্তত ৬৫টি এলাকায় ভোট স্থগিত রাখা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, দ্বিতীয় ও তৃতীয় ধাপের ভোট আগামী জানুয়ারির মাঝামাঝি ও শেষ দিকে অনুষ্ঠিত হবে। তবে চলমান গৃহযুদ্ধ ও হিংসার কারণে দেশের বড় অংশে ভোটগ্রহণ সম্ভব হয়নি। এই নির্বাচনে গণতন্ত্রপন্থী বিরোধী দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি নিষিদ্ধ, আর দলের নেত্রী অং সান সু কি এখনও কারাবন্দি। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিশ্লেষকদের মতে, বিরোধীদের অনুপস্থিতি, কঠোর সেনা নিয়ন্ত্রণ এবং হিংসার মধ্যে এই নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা কম। অনেকের মতে, এই ভোট সেনাবাহিনীর ক্ষমতা বৈধ করার একটি প্রচেষ্টা মাত্র।