আমুদরিয়া নিউজ: বিহারে চলছে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। সকাল ৭টা থেকে বিহারের ১৮টি জেলার ১২১টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে কোনও কোনও কেন্দ্রে বিকেল ৫টায় শেষ হবে ভোটগ্রহণ। প্রথম দফায় উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন, আরজেডি প্রধান লালুপ্রসাদের কনিষ্ঠপুত্র তথা বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব, লালুর জ্যেষ্ঠপুত্র তথা জনশক্তি জনতা দল প্রতিষ্ঠাতা-প্রধান তেজপ্রতাপ যাদব, বিহারের দুই বিজেপি উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধরী এবং বিজয়কুমার সিনহা, বিজেপিতে যোগ দেওয়া ভোজপুরী গায়িকা মৈথিলী ঠাকুর, ভোজপুরী গায়ক ও অভিনেতা খেসারীলাল যাদব। প্রথম দফার ভোটগ্রহণ শুরু হতেই বিহারবাসীর উদ্দেশে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লিখেছেন, “গণতন্ত্রের উৎসবে আজ বিহারে প্রথম পর্যায়ের ভোটগ্রহণ হচ্ছে। এই পর্বে সকল ভোটারের কাছে আমার আবেদন, আপনারা উৎসাহ ভরে ভোট দিন।”