আমুদরিয়া নিউজ: বালুচিস্তানে প্রথম হিন্দু মহিলা হিসেবে নজির গড়লেন ২৫ বছরের কাশিশ চৌধুরী। বালুচিস্তান তথা পাকিস্তানের ইতিহাসে এই প্রথম বার কোনও হিন্দু মহিলা প্রাদেশিক সরকারের সহকারী কমিশনার পদে বসলেন। বালোচিস্তান পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) পরীক্ষায় পাশ করেছেন কাশিশ চৌধুরি। ছোট থেকেই পড়াশোনার পাশাপাশি তাঁর লক্ষ্য ছিল বালোচিস্তানের মহিলা এবং প্রান্তিক মানুষের জন্য কাজ করবেন। সেই লক্ষ্যেই চাগাই জেলার নোশকি শহরের কশিশ প্রস্তুতি নেন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার জন্য। অবশেষে সাফল্য মিলেছে। পরীক্ষায় পাশ করে অ্যাসিস্ট্যান্ট কমিশনার হয়েছেন কশিশ। তাঁর এই সাফল্যের খবরে অভিনন্দন জানিয়েছেন বালোচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি। কশিশকে বালোচিস্তান-সহ গোটা দেশের গর্ব বলে অভিহিত করেছেন তিনি। অন্যদিকে কাশিশ বলেন, ‘‘নারী ও সংখ্যালঘুদের ক্ষমতায়নের জন্য কাজ করার চেষ্টা করব আমি।’’
