আমুদরিয়া নিউজ : রেস্তোরাঁর এক রাঁধুনি তাঁর কাজের প্রথম দিনে সবজি কাটছিলেন। অপর এক রাঁধুনি এসে তাঁকে কিভাবে আরও ভাল করে সবজি কাটা যাবে সেটা দেখাতে গিয়ে নিজের ফোনটা মুখে ধরে সবজি কাটা দেখান। অপর রাঁধুনি মাথা নাড়িয়ে বোঝায় যে সে বুঝে গিয়েছে। এবারই ঘটে কাণ্ড, তিনি ফের সবজি কাটতে গিয়ে নিজের ফোনটা মুখে ধরে নেন। যেন তিনি ওই রাঁধুনির প্রতিটা পদক্ষেপই মেনে চলছিলেন।
 
			 
					 
		 
		 
		 
		