আমুদরিয়া নিউজ: মাঝ-আকাশে আচমকা আগুন লেগে গেল যাত্রিবাহী বিমানে। অস্ট্রেলিয়ার সিডনি থেকে হোবার্টগামী ‘ভার্জিন অস্ট্রেলিয়া’ সংস্থার একটি বিমানে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে বিমানটি অবতরণের কিছু ক্ষণ আগে আচমকা ওভারহেড লকার থেকে গলগল করে ধোঁয়া এবং আগুন বেরোতে দেখা যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। তড়িঘড়ি আগুন নেভাতে তৎপর হন বিমানকর্মীরা। জানা যায়, যাত্রীদের মালপত্রের ভিতর থাকা একটি পাওয়ার ব্যাঙ্ক থেকে আগুন লেগেছিল। দ্রুত ওই ব্যাগটিকে সরিয়ে ফেলা হয়। এর কিছু ক্ষণ পর নিরাপদে অবতরণ করে বিমানটি। ঘটনার সময় বিমানে প্রায় ৭০ জন যাত্রী ছিলেন। কারও গুরুতর কোনও ক্ষতি হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো (এটিএসবি) এবং সিভিল অ্যাভিয়েশন সেফটি অথরিটি (সিএএসএ)।
