আমুদরিয়া নিউজ: হট এয়ার বেলুনে আগুন। অল্পের জন্য প্রাণে বাঁচলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ড. মোহন যাদব। জানা গিয়েছে, শনিবার মধ্য প্রদেশের মান্দাসৌরের গান্ধী সাগর ফরেস্ট রিট্রিটে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব। সেই সময় তিনি হট এয়ার বেলুনে উঠেছিলেন। তবে জোরাল দমকা হাওয়ার জন্য বেলুনটি ঠিকভাবে উড়তে পারছিল না। আর তার মধ্যেই দেখা যায়, বেলুনের নীচের অংশে আগুন ধরে গিয়েছে। দ্রুত পদক্ষেপ করেন উপস্থিত কর্মীরা। তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনেন। দ্রুত মুখ্যমন্ত্রীকে সেখান থেকে বের করা হয়। ঠিক কেন আগুন লেগেছিল তা এখনও জানা যায়নি।