আমুদরিয়া নিউজ: শিলিগুড়ি-মালদা প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিনে আগুন। মঙ্গলবার ডিএমইউ ট্রেনটি শিলিগুড়ি জংশন থেকে ছেড়ে মালদা যাচ্ছিল। গাইসাল স্টেশনে ঢোকার মুখে ট্রেনের পিছনের ইঞ্জিনে আগুন লাগে। সঙ্গে সঙ্গে বিষয়টি চালককে জানান গার্ড। চালক গাইসাল স্টেশনে ট্রেনটি দাঁড় করিয়ে দেন। আতঙ্কিত যাত্রীরা ট্রেন থেকে নেমে পড়েন।
সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্টেশন কর্তৃপক্ষ ও রেলকর্তাদের। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রনে আনে। গাইসালে নর্থ কেবিনের কাছে এই দুর্ঘটনা ঘটে। এর জেরে গুঞ্জরিয়ায় থমকে যায় রাজধানী এক্সপ্রেস। কী ভাবে ট্রেনের ইঞ্জিনে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।