আমুদরিয়া নিউজ : গোয়ার নাইট ক্লাবে আগুন লাগার পরপরই থাইল্যান্ডে পালিয়েছিলেন দুই মালিক গৌরব ও সৌরভ লুথরা। বৃহস্পতিবার থাইল্যান্ডে গিয়ে দুই ভাইকে পুলিশ আটক করেছে। গোয়ার ওই ক্লাবে আগুনে পুড়ে ২৫ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর পরে দুই মালিক রাতেই পালান ফুকেটে। দুই ভাইয়ের পাসপোর্ঠ বাতিল করে রেড কর্ণার নোটিশ জারি হয়। দুজনকে শীঘ্রই ভারতে আনা হবে।