আমুদরিয়া নিউজ: প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য! আরজেডি নেতা তেজস্বী যাদবের বিরুদ্ধে মহারাষ্ট্রে এবং উত্তরপ্রদেশে দায়ের হল এফআইআর। চলতি বছরের শেষে বিধানসভা ভোট হতে চলেছে বিহারে৷ তার আগে শুক্রবার বিহার সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেখানে ১৩ হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করেন তিনি ৷তাঁর সফরের আগে তেজস্বী প্রধানমন্ত্রীর একটি কার্টুন সমাজমাধ্যমে শেয়ার করে লেখেন, ‘আজ বিহারে মিথ্যাচারের পাহাড় তৈরি হবে। মোদি তা গড়ে তুলবেন। কিন্তু বিহারের ন্যায়বিচারপ্রেমী মানুষ তা সহ্য করবে না। দশরথ মাঝির মতো সেই পাহাড় ভেঙে দেবে। আপনার ১১ বছরের শাসনকালের হিসাব দিন।’ তাঁর এই পোস্টের পরই গড়চিরোলির বিজেপি সাংসদ মিলিন্দ নারোটে আরজেডি নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। একই কারণে উত্তরপ্রদেশের শাহজাহানপুরেও লালু পুত্রের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর।
