আমুদরিয়া নিউজ :কাটোয়ার ১ নম্বর বিডিও অফিসে এসআইআর প্রশিক্ষণ চলাকালীন এক মহিলা বিএলও হঠাৎ কান্নায় ভেঙে পড়েন। প্রশিক্ষণে উপস্থিত অন্য কর্মীরা জানান, কয়েকদিন ধরেই তাঁদের উপর অতিরিক্ত কাজের চাপ দেওয়া হচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করা, আবার সেগুলো আপলোড করা—সব মিলিয়ে মানসিক চাপ বেড়ে গেছে। ওই মহিলা বিএলও জানান, দায়িত্ব এত বেশি যে সামলানো কঠিন হয়ে পড়েছে। ফলে তিনি মানসিকভাবে ভেঙে পড়ে চোখের জল আটকাতে পারেননি। উপস্থিত প্রশিক্ষকরা বলেন, তাঁরা কমিশনের নিয়ম অনুযায়ী কাজ করাচ্ছেন, তবে চাপের কারণে এমন ঘটনা ঘটেছে। এই ঘটনায় প্রশাসনিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। কর্মীদের মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার পাশাপাশি কাজের চাপ কমানোর দাবি উঠছে।