আমুদরিয়া নিউজ : হাতে করে লম্বা একটি পাইপ নিয়ে আসছিলেন এক ব্যক্তি। তাঁকে দেখে একটি কুকুর ভয় পায়। ওই লোকটি কিন্তু কুকুরটির ভালোই করলেন শেষ পর্যন্ত। লম্বা পাইপগুলিকে নিয়ে তিনি একটি এমন একটি খাঁদে নামলেন যেখানে লম্বা শক্ত পোক্ত কিছু ছাড়া নামা যেত না। সেই খাঁদের থেকে তিনি তুলে আনলেন সেই কুকুরটির বাচ্চাগুলিকে। কুকুরটি তো দেখে আহ্লাদে আটখানা। বাচ্চাগুলিকে সে ছুঁয়েও দেখলো না। আনন্দের চোটে চারিদিক লেজ নাড়তে নাড়তে ঘুরে বেড়াতে লাগল কুকুরটি। ভিডিও দেখে নেটিজেনদের কমেন্ট, এমন মানুষেরই দরকার পৃথিবীতে।
 
			 
					 
		 
		 
		 
		