আমুদরিয়া নিউজ : পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আঘা মঙ্গলবার দুবাইয়ে এক সাংবাদিক বৈঠকে এশিয়া কাপ ২০২৫-এ ভারতকে ফেভারিট ধরা নিয়ে হালকা করে মন্তব্য করেছিলেন। কিন্তু তার ঠিক একদিন পরই ভারত দেখিয়ে দিল কেন তারা টুর্নামেন্টের শীর্ষ দল হিসেবে পরিচিত। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ভারত তাদের অভিযান শুরু করেছে আট দলের এই মহাদেশীয় আসরে দুরন্ত জয়ে। ১০ সেপ্টেম্বর দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ভারত ৯ উইকেটে জয় পায়। মাত্র ৪.৩ ওভারেই ৫৮ রানের লক্ষ্য তাড়া করে ফেলে তারা।এটি ভারতের টি২০আই ইতিহাসে দ্রুততম জয়। ম্যাচে ভারতের হাতে ছিল ৯৩ বল। এর আগে ভারতের সবচেয়ে বড় জয় এসেছিল ৫ নভেম্বর ২০২১-এ, যখন তারা স্কটল্যান্ডকে ৮১ বল বাকি থাকতে হারিয়েছিল।
